‘যে হাতে নৌকা ডুবিয়েছেন, সেই হাতে নৌকা মানায় না’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পথসভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতা নেতা হাশেম রেজা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোষাঘাটা এলাকায়
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার এক সংসদ সদস্যের বিষোদ্‌গার করে দলীয় মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হাশেম রেজা। আজ বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সংসদ সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

সংসদ সদস্যের উদ্দেশে হাশেম রেজা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে পছন্দের প্রার্থীকে জয়ী করতে যে হাতে নৌকা ডুবিয়েছেন, সেই হাতে নৌকা মানায় না। আমার নেত্রী শেখ হাসিনা সেই হাতে কখনো নৌকা তুলে দেবেন না, দিতে পারেন না।’ এ সময় তিনি বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া বিএনপি ও জামায়াতের তৎপরতার বিষয়ে দলীয় নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে পথসভার আয়োজন করে। পথসভায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আইন উদ্দিন ও শরীফ উদ্দিন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরফরাজ উদ্দিন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে হাশেম রেজা বলেন, ‘চুয়াডাঙ্গা-২ আসনে স্থানীয় সরকার নির্বাচনে গত ১৫ বছরে ২৯টি নৌকা ডুবিয়েছেন। দামুড়হুদায় উপজেলা পরিষদে আপনার ভাইকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়েছেন। জীবননগর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে আপনি সরাসরি অবস্থান নিয়েছেন। বলেছেন, “এ নৌকা কাগজের নৌকা।” তাই আপনার আর নৌকা প্রতীক চাওয়ার অধিকার নেই।’

সংসদ সদস্যের উদ্দেশে হাশেম রেজা আরও বলেন, ‘আপনি ১৫ বছর ধরে সংসদ সদস্য। আপনার সভায়-মিছিলে লোক পাওয়া না গেলেও হাশেম রেজার পথসভায় হাজার হাজার লোক দেখে যান। ১৫ বছর যদি চুয়াডাঙ্গা-২ আসনের জনগণের পাশে থাকতেন, মা-মাটি-মানুষের পাশে থাকতেন, হাট-ঘাট বিল-বাঁওড় দখল না করতেন, তাহলে এই দুর্দশা হতো না।’

হাশেম রেজা অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। সেই টাকায় আসলে কী উন্নয়ন হয়েছে, তার জবাব জনগণ একদিন নেবেই নেবে। আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন আপনি। আবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন চাচ্ছেন। আপনার এই আশা পূরণ হবে না।’