বরেন্দ্র অঞ্চলে সেচকাজে অনিয়ম বন্ধসহ ৫ দাবিতে অবস্থান কর্মসূচি

সেচকাজে অনিয়মের প্রতিকারসহ পাঁচ দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাটার মোড়ে বঙ্গবন্ধু চত্বরেছবি: প্রথম আলো

বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অনিয়ম বন্ধ, খাল ও জলাশয় সংস্কার এবং সেচকাজে সার্বক্ষণিক বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নগরের বাটার মোড়ে বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার কৃষকেরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের সেচের পানি বিতরণে অপারেটরদের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। এ ছাড়া খাল, বিল, খাসপুকুর ও দিঘি সংস্কার, সেচের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা, সার ও কীটনাশকের মূল্য কমানো, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেওয়া ও ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

অবস্থান কর্মসূচি শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেন কৃষকেরা। এ সময় বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি বিজন সরকার, সহসাধারণ সম্পাদক অজিৎ কুমারসহ কৃষক নেতারা উপস্থিত ছিলেন।