এমপিকে আওয়ামী লীগ নেতার হুমকি, ‘আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান’

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজারে গতকাল শনিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনের বিরুদ্ধে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে সখীপুর উপজেলার নলুয়া বাজারে এক সভায় বক্তব্য দেন আকরাম হোসেন। সেখানে তিনি ওই হুমকি দেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহানের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে গত ২৫ এপ্রিল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গতকাল নলুয়া বাজারে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোয়াহেরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন ওরফে কিসলু। সেখানে তিনি বলেন, ‘এই সুসংগঠিত আওয়ামী লীগকে যারা দ্বিখণ্ডিত করার জন্য পাঁয়তারা চালাচ্ছে, সে হচ্ছে আপনাদের এই এলাকার এমপি। আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো দিন কোনো কথা বলেন, তাহলে আপনার জিহ্বা থাকবে না। সবাইকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান।’

যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান বছির আহমেদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্যের ভাই এ কে এম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

হুমকি দেওয়ার বিষয়ে আজ রোববার সকাল ১০টার দিকে আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘জিহ্বা থাকবে না—এ বক্তব্যটুকু আসলে স্লিপ অব টাং। আমি মূলত তাঁকে (বর্তমান এমপি) সাবধান করে দিয়েছি, যাতে তিনি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আর কোনো কটু কথা না বলেন।’

এ সম্পর্কে সংসদ সদস্য অনুপম শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির বিষয়টি জেনেছি। টাঙ্গাইল থেকে একদল সন্ত্রাসী এনে তারা সখীপুরের নলুয়ায় সমাবেশ করেছে। হুমকির বিষয়টি প্রশাসন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে।’

গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে সাবেক সংসদ সদস্যদের পক্ষ। এদিকে বর্তমান সংসদ সদস্যের পক্ষ একই স্থানে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠিত বিএপিপিডি কমিটিতে সদস্য এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সংসদীয় কমিটিতে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সদস্য মনোনীত হওয়ায় তাঁরা আনন্দমিছিল বের করেন। এ সময় পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে।