বগুড়ার কাহালুতে স্বতন্ত্র প্রার্থী জিয়াউলের দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন

নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া মাদ্রাসা এলাকায়ছবি: সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার (ঈগল প্রতীক) দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

ঈগল প্রতীকের কর্মী ও মুরইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ একরাম মিঞা বলেন, গতকাল প্রচারণা শেষ হলেও মুরইল ইসলামিয়া মাদ্রাসা এলাকার দুটি নির্বাচনী ক্যাম্প থেকে ভোটারদের স্লিপ বিতরণ করার পরিকল্পনা ছিল। গতকাল রাত ১২টা পর্যন্ত কর্মীরা নির্বাচনী ক্যাম্পেই ছিলেন। পরে সবাই বাড়ি চলে গেলে দুর্বৃত্তরা সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগায়। এতে ডেকোরেটরের কাপড় ও কিছু আসবাব পড়ে যায়। ভোটবিরোধী তৎপরতায় জড়িত বিএনপির নেতা-কর্মীরা এই কাজ করেছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা বলেন, গতকাল সকাল আটটা থেকে ভোটের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী ক্যাম্পের কার্যক্রমও শেষ। রাতে কে বা কারা বন্ধ দুটি ক্যাম্পে আগুন দিয়েছে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (ডাব), গণতন্ত্রী পার্টির প্রার্থী মঞ্জুরুল ইসলাম (কবুতর) ও স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান (ট্রাক)।