রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র চয়ন মণ্ডল
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালুবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন মণ্ডল (২১) রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামের কৃষ্ণ মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত সমেন মণ্ডল একই উপজেলার জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গল ইউনিয়নের ঢোলজানি বাজার থেকে চয়ন মণ্ডল ও সমেন মণ্ডল মোটরসাইকেলে আসছিলেন। পথে ধর্মতলা এলাকায় পৌঁছালে বালুবাহী ইঞ্জিনচালিত গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চয়ন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন।

বানীবহ গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মর্জি দেলোয়ারা কলেজের প্রভাষক সুশান্ত কুমার দাস বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। চয়ন পরিবারের একমাত্র সন্তান ছিল। তাঁর বাবা মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। বছরখানেক আগে মালয়েশিয়ায় মারা যান তিনি। চয়ন শান্ত প্রকৃতির ছেলে ছিল।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসান মাহমুদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই চয়ন মারা গেছেন। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক তুহিনুর জামান বলেন, দুর্ঘটনার পর গাড়িটির চালক পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।