২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাজশাহী নগরের ম্যানহোল থেকে গলিত লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজশাহী নগরে ম্যানহোলের ভেতর এক ব্যক্তির গলিত লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে নগরীর নিউমার্কেট এলাকার বিপণিকেন্দ্র থিম ওমর প্লাজা মার্কেটের পেছনের একটি ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ওই বিপণিকেন্দ্রের নিরাপত্তাকর্মী লাশটি প্রথম দেখতে পান।

দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের থিম ওমর প্লাজা মার্কেটের পেছনের ম্যানহোলের ভেতরে থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পায়ের জুতা, পরনে প্যান্ট ও হাতে একটি ঘড়ি আছে। এটি একটি পুরুষের লাশ। গলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে স্থানীয় লোকজন এটি শনাক্ত করতে পারেননি। সিআইডির ক্রাইম সিন ইউনিট এখান থেকে নমুনা সংগ্রহ করছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পৃথক দল এখানে কাজ করছে।

জামিরুল ইসলাম বলেন, ম্যানহোলের ঢাকনাটা একটু উঁচু হয়ে আছে দেখে মার্কেটের নিরাপত্তাকর্মীর সন্দেহ হয়। কৌতূহলবশত ঢাকনাটি তুলে তিনি ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।