বীরগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আঁখি আক্তার (২০)।

আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার দিস্তাপাড়া গ্রামের আকতারুল ইসলামের মেয়ে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সাত শতক জমির মালিকানা নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। আদালতে এ নিয়ে মামলাও চলমান। আঁখির মা রাশেদা খাতুন ও রোকেয়া খাতুন সম্পর্কে খালাতো বোন। আজ দুপুরের পর প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন ওই জমিতে জোর করে ঘর তুলতে যান।

এ সময় রাশেদা খাতুন, আঁখি আক্তার ও তাঁদের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে রোকেয়ার স্বজনেরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। আঁখি আক্তারের মাথার পেছনে লাঠির আঘাত লাগলে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই আঁখি আক্তারের মৃত্যু হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের সাতজন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজেকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আঁখির বাবা বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।