বেনাপোল স্থলবন্দরে ‘যাত্রীসুবিধা ফি’ দিতে হবে অনলাইনে
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রীসুবিধা ফি’ অনলাইনে পরিশোধ করতে হবে। আজ রোববার থেকে এই ফি অনলাইনে পরিশোধ করে যাত্রীদের ভারতে যেতে হবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। চলতি বছর থেকে এই ফি বাবদ যাত্রীপ্রতি ৫৪ টাকা ৫২ পয়সা দিতে হচ্ছে।
ভারতে যাওয়ার সময় স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মিত আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতে হয়। আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের ফটকে সেই রসিদ দেখিয়ে স্থলবন্দরে প্রবেশ করতে হয় ভারতগামী যাত্রীদের। যাওয়ার পথে শুধু যাত্রীসুবিধা ফি নেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের সেবার মান বাড়াতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের তল্লাশিচৌকির পাশে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল। ছয়তলা ভিত্তির ওপর তৃতীয় তলা পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৭৫ বর্গফুটের এই ভবন নির্মাণে ব্যয় হয় ৭ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৮২ টাকা। ২০১৭ সালের ২ জুন টার্মিনালটি উদ্বোধন করা হয়। এরপর টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। চারটি খাতে যাত্রীসুবিধা ফি নির্ধারণ করা হয় ৩৮ টাকা ৭৬ পয়সা। এর মধ্যে প্রবেশ ফি ৯ টাকা ৯১ পয়সা, অপেক্ষা ফি ৯ টাকা ৯১ পয়সা, সার্ভিস চার্জ ৩ টাকা ৯৭ টাকা ও টার্মিনাল চার্জ ৯ টাকা ৯১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৫ টাকা ৬ পয়সা। প্রতিবছর শতকরা ৫ টাকা হারে বৃদ্ধিতে ২০২৪ সালে এসে ফি দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪১ পয়সা। শতকরা ১৫ টাকা হারে ভ্যাট ৭ টাকা ১১ পয়সা। মোট ৫৪ টাকা ৫২ পয়সা। এত দিন যাত্রীরা আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারে এই যাত্রীসুবিধা ফি পরিশোধ করে রসিদ নিতেন।
সূত্র জানায়, ফটকে নিরাপত্তাকর্মীদের সেই রসিদ দেখিয়ে যাত্রীরা আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবনে প্রবেশ করেন। এরপর কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে যাত্রীরা পুনরায় নিরাপত্তাকর্মীদের রসিদ দেখিয়ে পাশের পাশের ভবনে অবস্থিত বহির্গমন (ইমিগ্রেশন) বিভাগে প্রবেশ করেন। বহির্গমন বিভাগে কার্যক্রম সম্পন্ন করে যাত্রীরা আন্তর্জাতিক শূন্যরেখা দিয়ে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করেন।
আজ থেকে ভারতগামী যাত্রীরা http://passenger.blpa.gov.bd লিংকে প্রবেশ করে নিজে নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রীসুবিধা ফি প্রদান করবেন। যাত্রীরা তাঁদের মুঠোফোন দিয়ে বিকাশ, নগদ, উপায়, রকেট, মাস্টার কার্ড ও ভিসা কার্ড দিয়ে ফি প্রদান করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে একটিমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরে যাত্রীসুবিধা ফি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতগামী যাত্রী নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রীসুবিধা ফি প্রদান করতে পারবেন। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অনলাইনে ফি প্রদানের পর রসিদ সাত দিন পর্যন্ত বলবৎ থাকবে।
রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের লক্ষ্য পুরোপুরি অনলাইনে যাত্রীসুবিধা ফি আদায়ের। তবে আপাতত কিছুদিন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারেও এই ফি নেওয়া হবে।