স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহত যাত্রীদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বুলু আকন্দ (৬৫) নামের এক বাসযাত্রীর মৃত্যু হয়। তিনি নাটোরের সিংড়া উপজেলার আটঘোলা গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিদের মধ্যে হানিফ পরিবহনের যাত্রীরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের উজির উদ্দিন (৪০), বৃষ্টি খাতুন (৩০), সেলিম (৫০), মিলি খাতুন (৩৮), সিদ্দিক আলী (২৮) ও রুবেল হোসেন (২১)। আহত আরও একজনের পরিচয় পাওয়া যায়নি।

আর রত্না পরিবহনের আহত যাত্রীরা হলেন—জয়নাল আবেদিন (৩০), শুভ আলী (২৩), হেলাল আলী (৪০), আফজাল হোসেন (৪০) ও গোপাল (৭)। তাঁদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, উভয় বাস জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় মামলা হবে।