জোয়াহেরুলের জন্য ভাড়া করা মাইকে আনন্দ সমাবেশ অনুপমের সমর্থকদের

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে এবার অনুপম শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দমিছিল ও সমাবেশ করেন তাঁর সমর্থকেরা। গতকাল রোববার সন্ধ্যায় পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন পাঁচজন। এর মধ্যে গত শনিবার বিকেল থেকে এলাকায় রটে যায় এবারও মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। এমন খবরে তাঁর সমর্থকেরা বিকেলে এলাকায় মিছিল করেন, মিষ্টি খেয়ে, পটকা ফুটিয়ে রাত পার করেন। কথা ছিল গতকাল রোববার বিকেলে জোয়াহেরুলের নাম ঘোষণা হলেই সখীপুরের মোখতার ফোয়ারা চত্বরে আনন্দ সমাবেশ হবে। এ জন্য আগে থেকেই মাইক ভাড়া করে এনেছিলেন কর্মী-সমর্থকেরা।

কিন্তু গতকাল বিকেলে আওয়ামী লীগের কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, এই আসন থেকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান ওরফে জয়কে।

মুহূর্তেই পাল্টে যায় সখীপুরের চিত্র। জোয়াহেরুল ইসলামের অনুসারীরা অনেকটা চুপিসারে সখীপুরের ফোয়ারা চত্বর ছেড়ে চলে যান। অনুপম শাহজাহানের অনুসারীদের পদভারে ফোয়ারা চত্বর কানায় কানায় ভরে যায়। জোয়াহেরুলের সমর্থকদের ভাড়া করা মাইকে সেখানে আনন্দ সমাবেশ করেন অনুপম শাহজাহানের সমর্থকেরা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘জোয়াহেরুল ইসলাম এবারও মনোনয়ন পেয়েছেন, এমন খবর শুনে আমরা বিশ্বাস করতে পারিনি। গত বছর তাঁকে রাতের ভোটে এমপি বানানো হয়েছিল। এবার রাত-দিন মিলে সিল মেরে ভোট দিলেও এমপি বানানো সম্ভব ছিল না। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি এবার অনুপম শাহজাহানকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল বর্তমান সংসদ সদস্যই মনোনয়ন পাচ্ছেন। এ জন্য আমরা শনিবার বিকেলে আনন্দমিছিল করেছি। গতকাল বিকেলেও আমাদের আনন্দ সমাবেশের প্রস্তুতি ছিল। আজ সোমবার হাজারখানেক মোটরসাইকেল নিয়ে সংসদ সদস্যকে উপজেলার নলুয়া থেকে বরণ করার প্রস্তুতিও নিয়েছিলাম। হঠাৎ এমন হবে বুঝতে পারিনি। তারপরও শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাঁর পক্ষেই আমরা কাজ করব।’