টেকনাফে আলোর পাঠশালায় ১৬৫টি কম্বল বিতরণ প্রথম আলো ট্রাস্টের

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালার ছাত্রছাত্রী ও আশপাশ এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে আজ শনিবার সকালে ১৬৫টি কম্বল বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্টছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড় আর নাফ নদীবেষ্টিত ইউনিয়ন হ্নীলার দমদমিয়া গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘দমদমিয়া আলোর পাঠশালা’র অবস্থান। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আশপাশ এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে আজ শনিবার সকালে ১৬৫টি কম্বল বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট।

দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখানকার বেশির ভাগ মানুষ হতদরিদ্র, জেলে ও দিনমজুর পরিবারের। শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার মতো অনেকের ঘরে পর্যাপ্ত কম্বল নেই। ফলে কনকনে পাহাড়ি ঠান্ডায় কষ্ট হয় তাঁদের। প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণের খবরে তাঁদের অনেকেই আগ্রহী হয়ে পাঠশালা প্রাঙ্গণে এসেছেন আজ সকালে।

ছয় মাসের শিশুসন্তান কোলে নিয়ে দমদমিয়া আলোর পাঠশালায় আসেন মর্জিনা বেগম। তিনি বলেন, ‘শীতের রাতে বাচ্চাটা খুব কষ্ট পায়। এই কম্বল বাচ্চাটাকে শীত থেকে রক্ষা করবে।’

পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন ষাটোর্ধ্ব রহিমা খাতুন। তাঁর চোখেমুখে ছিল প্রশান্তির হাসি। তিনি বলেন, এই উচ্চ মূল্যের বাজারে নিজের খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে কম্বল কেনার কথা ভাবতে পারছিলেন না। এই কম্বল পেয়ে শীতের রাতে আর কষ্ট পেতে হবে না তাঁর।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৬৫টি কম্বল বিতরণ করা হয়। দরিদ্র পরিবার থেকে আসা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার ৪৫ জন হতদরিদ্র ব্যক্তিকে এসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ করেন আলোর পাঠশালা স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফরিদুল আলম, প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু, দাতা সদস্য সৈয়দুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, স্কুল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও সহকারী শিক্ষকেরা।

কম্বল পাওয়ার পর চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা মুজিবুর রহমান বলেন, ‘ঘরর মইধ্যে আগে দুয়া ছেঁড়া কেঁথা আচ্ছিল। এর মাঝে নতুন উগগা কম্বল দিয়ে প্রথম আলো। এত দিন পুয়াইন-শোয়াইনদর লেহাপড়া গরাইয়ে, এহন শীতর লাই কম্বল দিয়ে।’

প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণের এই আয়োজনে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৫০০টি কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। এই কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন আপনিও।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা,

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন। ডিসেম্বর ২০২৩ থেকে এখন পর্যন্ত বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬৬ হাজার ১৭১ টাকা অনুদান এসেছে।