সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী রেলস্টেশনের সামনের সড়কেছবি: প্রথম আলো

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা আবদুর রশিদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে মিঠু মিয়া (২৬), ফারুক হোসেন (২৭), লুৎফর রহমান (৪৫) ও বেলাল হোসেন (৫৫) নামের উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত মিঠু মিয়াকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মাহবুবুর রহমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক। আবদুর রশিদ ঢাকার তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি এবং তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী রেলস্টেশনের সামনের সড়কে নির্বাচনে কাজ করা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদের সমর্থক মিঠু মিয়ার সঙ্গে নৌকার প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থক লুৎফর রহমানের কথা-কাটাকাটি হয়। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক। তবে দুজন দুই নেতার পক্ষে কাজ করছেন। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকেরা জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে চারজন আহত হন। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্রাক প্রতীকের সমর্থক মিঠু মিয়া প্রথম আলোকে বলেন, লুৎফর রহমান তাঁকে জোর করে নৌকার পক্ষে কাজ করতে বলেন। তিনি তাঁর সঙ্গে না যাওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার সমর্থক লুৎফর রহমান। তিনি বলেন, ‘ভাতিজা মিঠুর সঙ্গে আমার একটু কথা-কাটাকাটি হয়েছে। আমি তাকে মারধর করিনি।’

জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ বলেন, ‘আমার দুই সমর্থককে নৌকা প্রতীকের সমর্থকেরা মারধর করেছেন। এ ছাড়া আমার সমর্থক মিঠু মিয়ার দোকান বন্ধ করে দিয়েছেন নৌকার কর্মীরা।’ নৌকার প্রার্থী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করেনি। শুনেছি একটু কথা-কাটাকাটি হয়েছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।