সিলেটে জেলা যুবদল সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মশালমিছিল

সিলেটে জেলা যুবদলের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল করেছেন নেতা–কর্মীরা
ছবি : প্রথম আলো

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে মশালমিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার সন্ধ্যায় সিলেট নগরে এ মিছিল বের করা হয়। এ সময় মকসুদ আহমদের মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা।

মিছিলটি সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম, সদর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আইনুল হক, মহানগর যুবদলের সাবেক সদস্য এহতেশামুল হক প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হামলা, গুম ও হত্যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে চায় সরকার। কিন্তু এতে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হচ্ছে। সব ভয়কে উপেক্ষা করে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে।

১০ সেপ্টেম্বর জেলা যুবদলের সম্মেলন শেষে কাউন্সিলে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ। ১৪ সেপ্টেম্বর তাঁকে পুরোনো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।