মাদারীপুরের রাজৈরে কলেজছাত্র শাহীন শেখ (২৪) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকালে নিহত শাহীনের গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিহত শাহীন রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার মোস্তফা শেখের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। তিনি বাজিতপুর এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন।
পুলিশ ও নিহত ছাত্রের পরিবারের সূত্র জানায়, ৭ আগস্ট সকালে উপজেলার চৌরাশী এলাকার একটি বাগান থেকে শাহীনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রতিপক্ষের লোকজন পূর্বশত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিলেন বলে শাহীনের পরিবার অভিযোগ করেছে। এ ঘটনার পরদিন ৮ আগস্ট নিহত শাহীনের মা হামিদা বেগম বাদী হয়ে রাজৈর থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। হত্যার পর চৌরাশী এলাকার চেরাক আলী হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে মাইনউদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে শাহীনের বড় বোন রেকসোনা ইয়াসমিন বলেন, ‘হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ ঘটনার রহস্য বের করতে পারেনি। ঘটনায় জড়িত উল্লেখযোগ্য কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় লোকজনের মাধ্যমে নামমাত্র একজনকে গ্রেপ্তার করে পুলিশ দায়সারা কথাবার্তা বলে যাচ্ছে। আমাদের কাছে পুলিশের ভূমিকা রহস্যময় মনে হচ্ছে। আমাদের দাবি, পুলিশ যেন দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।’
এ ব্যাপারে জানতে চাইলে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুলিশের পক্ষ থেকে আসামি ধরার ব্যাপারে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। মামলার এজাহারভুক্ত কোনো আসামি এলাকায় নেই। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ চলছে। আসামিরা যেখানেই পলাতক থাকুন না কেন, শিগগিরই তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হবে।