সিলেটে লেগুনার ধাক্কায় প্রাণ গেল অধ্যক্ষের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটে সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় কলেজের এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। তাঁর নাম আওলাদ হোসেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ লেগুনাটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ হোসেন রাতে মেজরটিলা এলাকার সড়ক পার হয়ে বাসার দিকে যাওয়ার পথে সিলেট থেকে জাফলংগামী লেগুনা তাঁকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ স্থানীয় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা এবং বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে লেগুন ও তার চালককে শনাক্তের চেষ্টা করছে।