মাদারীপুরের ডাসার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাহিন্দ্রচালক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম জসিম কাজী (৩৩)। তিনি উত্তর ভাউতলীর এলাকার আলম কাজীর ছেলে। জসিম ভুরঘাটা-শশিকর সড়কে মাহিন্দ্র চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন একটি ভবনের পানি সরবরাহের জন্য বৈদ্যুতিক পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে যান জসিম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জসিমকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।