ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়: পরিকল্পনামন্ত্রী

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ছবি: সংগৃহীত

ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, কোনো দল ক্ষমতায় আসতে সবার আগে প্রয়োজন ভোট। জনগণ যে দলকে ভোট দেবে, সে-ই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। আজ রোববার বেলা আড়াইটার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। তারা দেশের জনগণকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। তিনি বলেন, নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটে জয়ের জন্য মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট হবে।

আরও একবার শেখ হাসিনার সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, ‘আপনারা (জনগণ) যদি মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করেছেন, তাঁকে দরকার, তাঁর গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে, তাহলে তাঁকে আরেকবার নির্বাচিত করার জন্য বিবেচনা করবেন, এটা আমার অনুরোধ।’

সরকারের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী এম এ মান্নান বলেন, অভিযোগ দিয়ে রাজনীতি হয় না। তারপরও বিএনপির অভিযোগ করার জন্য জায়গা আছে, আদালত আছে। আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এ দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। এই জনগণের আদালত প্রতি পাঁচ বছর পরপর নির্বাচনের মাধ্যমে বসে। সে আদালতে বিএনপিকে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ প্রমুখ।