বিভিন্ন ব্যক্তির ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের একটি চক্রের চারজনকে ঠাকুরগাঁও পৌরশহর থেকে আটকের কথা জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের শহরের হাজীপাড়া এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।
আটক চারজন হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মোবারকপুর এলাকার তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঝাড়গাঁও গ্রামের ওমর ফারুক (২২), ঘনিবিষ্ণুপুর এলাকার আরিফুল ইসলাম (২৫) ও সেনিহারী এলাকার মেহেদী হাসান (২০)। তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে আসছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে ২৯টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।