হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সাইদুল হাসান (৬) ও আতিয়া (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সাইদুল হাসান উপজেলার টোরাগড় এলাকার মো. রানার ছেলে। আর আতিয়া গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সরদারবাড়ি এলাকার দিদার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টোরাগড় এলাকায় শিশু সাইদুল হাসান পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সঙ্গে গোসলে নেমে ডুবে যায়। পরে আশপাশের লোকজন সাইদুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলার ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সরদারবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় আতিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন।