ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রায়হান ইসলাম
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার তালমা-জয় বাংলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওই পুলিশ সদস্যের নাম রায়হান ইসলাম ওরফে রাজীব (২৬)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা। কনস্টেবল রায়হান ফরিদপুরে স্পেশাল আর্ম ফোর্সের সদস্য হিসেবে পুলিশ লাইনসে কর্মরত অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার বাড়িতে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এদিকে ওই পুলিশ সদস্য কেন তালমা-চাঁদহাট সড়কে গিয়েছিলেন, সেটি খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও তদন্ত) এমদাদুল হক ও পরিদর্শক নূরুল ইসলাম।