মাগুরায় থানাহাজত থেকে পালানো আসামি ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর থানাহাজত থেকে পালানো এক আসামিকে প্রায় ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের কোটালিপাড়া এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মহম্মদপুর থানার হাজতখানার লোহার শিক বাঁকা করে তিনি পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই আসামির নাম মো. সোয়েব আলী ওরফে সাগর (২৭)। তাঁর বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর গ্রামে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়াইলের একটি চুরির মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি সোয়েব আলী। ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গত রোববার সন্ধ্যায় তাঁকে প্রথম দফায় গ্রেপ্তার করে মহম্মদপুর থানার পুলিশ। এরপর তাঁকে মহম্মদপুর থানার হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে গতকাল বেলা ১১টার দিকে তিনি পালিয়ে যান। ঘটনাটি সকালে ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করে মাগুরা জেলা পুলিশের একটি দল।

পুলিশ জানিয়েছে, হাজতখানার রডে মরিচা পড়ে দুর্বল হয়ে যাওয়ায় সেটি বাঁকা করে থানার পেছনের দেয়াল টপকে ওই আসামি পালিয়ে যান। ওই সময়ে উপজেলার অন্য একটি এলাকায় গ্রাম্য দলাদলি নিয়ে উত্তেজনা চলছিল। এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বেশ কয়েকজন ওই এলাকায় ছিলেন। ওই সময়ে থানায় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এক উপপরিদর্শক (এসআই) ও হাজতখানার নিরাপত্তা প্রহরী এক কনস্টেবলকে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ওই আসামির বিরুদ্ধে থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।