ডাসারে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরে আধিপত্য নিয়ে দু্ই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে বসতঘরে ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার খাতিয়াল এলাকায়
ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ৮টি বসতঘরে ভাঙচুর ও বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়ালে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন ইয়ার হোসেন মল্লিক (৬০), দেলোয়ার মল্লিক (৪০), আনোয়ার হাওলাদার (৪৫), রাশিদা বেগম (৭০), ঝর্ণা বেগম (৫৫), ইমন মল্লিক (৩৫) ও শাহাজাহান মল্লিক (৫০)। তাঁরা সবাই ডাসার উপজেলার খাতিয়াল এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খানের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৮টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এলাকায় আতঙ্ক ছড়াতে উভয় পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডাসার থানা-পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরও করা হয়
ছবি: সংগৃহীত

খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক বলেন, ‘খান বংশের এমদাদ খান নিজের আধিপত্য দেখানোর জন্য ভাড়া করা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের লোকজন বাধা দিলে তাদের মারধর করে। ওরা ককটেল বোম ফুটিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়। ওদের হামলায় আমরা বেশি ক্ষতিগ্রস্ত।’

তবে অভিযোগের বিষয়ে এমদাদ খান বলেন, ‘মল্লিক বংশের লোকজন আমাদের ছেলেদের মারধর করলে পরে আমাদের লোকজনও হামলা চালায়। তারা আমাদের ঘরবাড়িও ভাঙচুর ও লুটপাট করে।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আবার সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের লোকজন থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।