বড় রাজনৈতিক দলগুলোর চিন্তায় জনগণ নেই: ড. কামাল

আলোচনা সভায় ড. কামাল হোসেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‌
ছবি: প্রথম আলো

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের রাজনীতিতে বড় দলগুলো নিজেদের স্বার্থের বাইরে চিন্তা করে না। ফলে জনগণের চিন্তা তাদের মধ্যে নেই। তারা জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখছে না। তবে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় শক্তি ‘সচেতন নাগরিক’। কেউ যাতে সংবিধান লঙ্ঘন না করতে পারে, এ ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ১৩১ নম্বর গ্যালারিতে ‘আমরা, বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন তিনি। বাংলাদেশের ৫০তম সংবিধান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কামাল হোসেন বলেন, ‘সংবিধান সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়নি। সংবিধানে “সকল ক্ষমতার মালিক জনগণ” লেখার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধে মানুষ যে চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সংবিধানের চার মূলনীতিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আমাদের অতীত লড়াই ও ভবিষ্যৎ অভিযাত্রা ছিল। সংবিধান রক্ষায় ও গণতন্ত্র শক্তিশালী করতে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রজাতন্ত্রের মালিক জনগণ’ বর্তমানে একটি আপ্তবাক্যে পরিণত হয়েছে। এটি এখন শুধু বলার জন্য বলা হয়ে থাকে। সংবিধানের বেশির ভাগ সংশোধনী শাসকগোষ্ঠীর ইচ্ছায় হয়েছে, জনগণের ইচ্ছায় নয়।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাকিল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আকবর হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।