সিলেটে চা-শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে সমাবেশ

সিলেটের কালাগুল, ছড়াগাঙ, বুরজান ও বুরজান (ফ্যাক্টরি) চা-বাগানের শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরি ও ছয় সপ্তাহের রেশন দেওয়ার দাবি জানিয়ে সমাবেশ হয়েছে। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে সমাবেশটি হয়।
ছবি : প্রথম আলো

সিলেটের কালাগুল, ছড়াগাঙ, বুরজান ও বুরজান (ফ্যাক্টরি) চা-বাগানের শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরি ও ৬ সপ্তাহের রেশন দেওয়ার দাবি জানিয়ে সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় সিলেট শহরতলীর লাক্কাতুরা চা-বাগানের পার্শ্ববর্তী বিভাগীয় স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সমাবেশটি হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি বীরেন সিং। শিপন পালের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল, চা-শ্রমিকনেতা হৃদয় লোহার, আমেনা বেগম, জরিনা বেগম ও শয়ন সিং।

বক্তারা বলেন, দীর্ঘ ১২ সপ্তাহ ধরে সিলেটের ৪টি চা-বাগানের শ্রমিকেরা মজুরি থেকে বঞ্চিত, ৬ সপ্তাহ ধরে তাঁরা রেশনও পাচ্ছেন না। এতে সহস্রাধিক চা-শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভুক্তভোগী শ্রমিকেরা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেও সমাধান পাননি। দ্রুত শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিলে সব বাগানের শ্রমিকদের সঙ্গে নিয়ে চা-বাগানে কর্মবিরতিসহ রাজপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।