মারধরের মামলায় সোনাতলার মেয়র জাহাঙ্গীর ও তাঁর ভাই কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

মারধরের মামলায় বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম এবং তাঁর ভাই সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আওয়াল জামিন আবেদন না মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠান।

মারধরের মামলায় পৌরসভার মেয়র ও তাঁর ভাইকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক সুব্রত কুমার ব্যানার্জি।

২০১৬ সালের পৌরসভা নির্বাচনের দিন আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় সোনাতলা থানায় মামলা হয়েছিল। সেই মামলায় জামিনের জন্য আদালতে হাজির হন দুই ভাই। আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালে সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন গোলাম রব্বানী। নির্বাচনে বিজয়ী হন জাহাঙ্গীর আলম। গোলাম রব্বানীর সমর্থক ছিলেন আবদুল মতিন। তিনি বর্তমানে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনের দিন জাহাঙ্গীর আলম এবং তাঁর ভাইদের বিরুদ্ধে থানায় মারধরের মামলা করেন আবদুল মতিন।