ফুটবল পায়ে আর ছুটবেন না হাবিবুর

সড়ক দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমানছবি: সংগৃহীত

পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায় পারদর্শী ছিলেন মো. হাবিবুর রহমান। তাঁকে ছাড়া যেন এলাকার কোনো ফুটবল ম্যাচই হতো না। কিন্তু ১৯ বছর বয়সী এ তরুণ বল নিয়ে আর মাঠে ছুটবেন না। বন্ধুদের বলবেন না, ‘বলটা পাস কর।’ আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুর।

লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার বাসিন্দা ছিলেন মো. হাবিবুর রহমান। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় সেমিস্টারে পড়তেন। আজ লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস চাপায় প্রাণ হারান তিনি। হাবিবুর মোটরসাইকেল চালাচ্ছিলেন। সঙ্গে বসেছিলেন তাঁর চাচাতো ভাই মো. জাবেদ। জাবেদও আহত হয়েছেন।

নিহত মো. হাবিবুর রহমানের মামাতো ভাই মো. ইলিয়াস ও প্রত্যক্ষদর্শীরা প্রথম আলোকে জানান, আজ বিকেলে পার্শ্ববর্তী আজিজ নগর ইউনিয়নে একটি ফুটবল ম্যাচ ছিল। দুপুরের খাবার খেয়ে চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে মাঠের দিকে রওনা দেন হাবিবুর। তাঁরা চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাবিবুর।

মো. হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।