কুড়িগ্রামে সীমান্তে মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটকের পর তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ফুলবাড়ী থানায় করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মিলন চন্দ্র রায় (২৬)। তিনি উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের দায়ে আজ শুক্রবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা করে বিজিবি।

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে মিলন চন্দ্র উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকায় কাঁটাতারের বেড়ার বাইরে একটি ডোবায় মাছ ধরতে যান। পরে গভীর রাতে মাছ ধরা শেষে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আন্তর্জাতিক মেইন পিলার-৯৪০–এর সাব পিলার-২–এর কাছে এলে উপজেলার গঙ্গাহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন এবং ক্যাম্পে নিয়ে যান। আজ দুপুরে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় তাঁকে সোপর্দ করা হয়।

গঙ্গাহাট ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতের অন্ধকারে ওই ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাঁকে আটক করা হয়। আজ দুপুরে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে তাঁকে সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাদী হয়ে অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।