রাতে ডেকে নিল ঘর থেকে, সকালে মিলল গুলিবিদ্ধ লাশ
কক্সবাজারের উখিয়ায় গত মঙ্গলবার রাতে ফোনে এক যুবককে ডেকে নিয়ে যায় কে বা কারা। আজ বুধবার সকালে সেই যুবকের গুলিবিদ্ধ লাশ মিলল।
আজ উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল চিতাখাল সেতু এলাকা থেকে শাহাজাহান (৩৫) নামের ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সেখানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শাহজাহান থাইংখালীর ধামনখালী গ্রামের সিরাজুল হকের ছেলে।
শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর স্বামীকে কে বা কারা ফোন করে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়। এর পর থেকে স্বামীর খবর পাননি তিনি। সকালে (আজ) খবর আসে, চিতাখাল সেতু এলাকায় শাহজাহানের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, গুলি করে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি স্বামী হত্যার বিচার চান।
স্থানীয় লোকজন জানান, শাহাজাহান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যদাতা (সোর্স) হিসেবে পরিচিত। এলাকার ইয়াবা কারবারিরা পরিকল্পিতভাবে শাহাজাহানকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। গুলিতে শাহজাহানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।