নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে আগুন, চালকের সহকারী দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মো. সায়মন (২০) নামের ট্রাকটির চালকের সহকারী দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ সায়মনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তিনি বলেন, সোনারগাঁয়ের মেঘনাঘাট থেকে টাইলস নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল।
ট্রাকটি এশিয়ান হাইওয়ের শিংলাবো এলাকায় পৌঁছালে কে বা কারা চলন্ত ট্রাকটিতে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ট্রাকটির চালকের সহকারী মো. সায়মনের দুই হাতসহ শরীরের একাংশ দগ্ধ হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনেন।
জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় একটি মামলা হবে।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ট্রাকে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন মো. মাহিম নামের এক তরুণকে ধরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে তুলে দেয়। তবে এ বিষয়ে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।