বাড়ির পাশে জালের বেড়ায় আটকা পড়ল অজগর, উদ্ধার করল পুলিশ

সিলেট জেলার মানচিত্র

মোহাম্মদ আলী বাড়িতে হাঁস-মুরগি পালন করেন। সম্প্রতি তিনি কয়েকটি হাঁস খুঁজে পাননি। হাঁসগুলো কীভাবে, কোথা থেকে খোয়া গেল তিনি ধরতে পারেননি। আজ রোববার সকালে প্রবল বৃষ্টির মধ্যে তাঁর বাড়ির পাশে জালের বেড়ায় একটা কিছুর নড়াচড়া দেখা যায়। মোহাম্মদ আলী ছাতা মাথায় গিয়ে দেখতে পান ধানখেত–সংলগ্ন জালের বেড়ার মধ্যে আটকে রয়েছে একটি অজগর।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওরসংলগ্ন মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি। খবর পেয়ে পুলিশ এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সেটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মাটিকাপা গ্রামে অজগরটি উদ্ধার করতে গিয়েছিলেন গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন রায়। তিনি বলেন, আজ সকালে অজগর আটকের খবর পেয়ে তাঁকে সেটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রথমে বাড়ির মালিক মোহাম্মদ আলীকে মুঠোফোনে অজগরটি যাতে না মারা হয় সেই নির্দেশনা দেন। পরে ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অনেকে খবর পেয়ে ভিড় জমান।

মোহাম্মদ আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির পাশে ধানখেত যাতে হাঁস-মুরগি নষ্ট করতে না পারে, সে জন্য জাল দিয়ে বেড়া দিয়েছিলেন। সেই জালেই আটকে পড়েছিল অজগরটি। কয়েক দিন ধরে তাঁর (মোহাম্মদ আলী) কয়েকটি হাঁস ও মুরগি খোয়া গেছে। সেগুলো অজগরটি খেয়ে থাকতে পারে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) সম্রাট তালুকদার বলেন, সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে পুলিশ। অজগরটি উদ্ধারের পর নিজেদের হেফাজতে নিয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট বন বিভাগের সারী রেঞ্জের বিট কর্মকর্তা আবদুল খালিক বলেন, অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেটি সুস্থ রয়েছে। বিকেলে সিলেটের খাদিমনগর ইকোপার্কে অজগরটি অবমুক্ত করার কথা রয়েছে।