সুনামগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন চান অবনি মোহন দাস

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ নেতা অবনি মোহন দাস। রোববার দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের নিজের রাজনৈতিক কার্যালয়ে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনি মোহন দাস। আজ রোববার দুপুরে শাল্লা উপজেলা সদরে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি এ ঘোষণা দিলেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অবনি মোহন দাস বলেন, ‘বিভেদ সৃষ্টি করতে নয়, অনেকেই মনোনয়নপ্রত্যাশী আছেন, তাই আমিও আমার প্রার্থিতা ঘোষণা করলাম। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচিত না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি একটি ভিন্ন ধারায় প্রবাহিত হতে পারে। ফলে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই।’

দলীয় মনোনয়ন না পেলে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষেই থাকবেন জানিয়ে অবনি মোহন দাস বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। নেত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইব।’

সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্ত। তিনি সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। এবার এই আসনে জয়া সেনগুপ্ত ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরী, আইনজীবী ডালটন তালুকদার, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তানভির তুলি প্রমুখ। চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই।