বগুড়ায় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব
বিতর্কচর্চায় জ্ঞানের দুয়ার খোলে, পৃথিবী আসে হাতের মুঠোয়
চিন্তার জগৎ দিয়ে পৃথিবী আলোকিত করার অঙ্গীকার এবং যুক্তির আলোয় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বগুড়ায় শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব। আজ বুধবার সকাল নয়টায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই উৎসবের শুরু হয়। এতে বগুড়া ও জয়পুরহাট জেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
দিনব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পর্যায়ের সাবেক বিতার্কিক এবং বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন উর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক খায়রুন নাহার এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক মিলন রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া বন্ধুসভার আম্বিয়া মেহজাবিন।
দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানমনস্ক, যুক্তিনির্ভর প্রজন্মের বিকল্প নেই বলে মন্তব্য করেন অধ্যক্ষ শাহাদত আলম। তিনি বলেন, মেধাবীরাই কেবল বিতর্ক করতে পারে। তারা জ্ঞান, বিদ্যা, যুক্তি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিতর্কে অংশ নেয়। এর মধ্যে দিয়ে নিজেদের জ্ঞান ও মননশীলতাকে শাণিত করে। বিতর্কের চর্চা চালিয়ে গেলে জ্ঞানের দুয়ার খুলে যায়, পৃথিবী হাতের মুঠোয় আসে।
বিতর্ক উৎসবে অংশগ্রহণকারীদের উদ্দেশে বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন বলেন, ‘যুক্তি দিয়ে বিশ্ব জয় করা যায়। যুক্তি জ্ঞানের দুয়ার খুলে দেয়। যুক্তি নিজেকে শাণিত করে। যুক্তি, মত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং যুক্তির মাধ্যমে অন্যের কাছে নিজের গঠনমূলক মত তুলে ধরতে হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ করান পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চিন্তার জগৎ দিয়ে পৃথিবী আলোকিত করতে হবে। যুক্তি-তর্কের লড়াই দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। এখন সমৃদ্ধ হওয়ার সময়। নিজেকে তৈরি করার সময়।
বগুড়া আঞ্চলিক বিতর্ক উৎসবে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। আজ বিকেলে বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এ পর্বে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী উপস্থিত থাকবেন।