এমপিকে নাকি ৮০ টুকরা করছে, কী রকম ভালো মানুষ সংসদে গেছে: কাদের সিদ্দিকী

সখীপুর উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় গতকাল রোববার রাতে বক্তব্য দেন কাদের সিদ্দিকী
ছবি: ভিডিও থেকে নেওয়া

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়েক দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করছে। আমরা এ রকম মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়। তাহলে আমরা কী রকম ভালো মানুষ? কী রকম ভালো মানুষ সংসদে গেছে? কী রকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হইছে?’

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় গতকাল রোববার রাত আটটার দিকে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে এই পথসভার আয়োজন করা হয়।

দেশের উন্নয়ন প্রকল্পে অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে কোনো উন্নয়ন হয় নাই। কিছু দালানকোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়। ওই টাকা দিয়ে সরকার ফুটানি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে এক কোটি, তারা ধরে রাখে চার কোটি। দুই কোটিই চুরি করে। এক কোটিরও (টাকা) কাজ করে না। কীভাবে যে দেশটা চলছে—একটু গভীরভাবে না ভাবলে চলে না।’  

ভোটারদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না।’

পথসভায় আরও বক্তব্য দেন কাদের সিদ্দিকীর ভাই টাঙ্গাইলের কালিহাতী থেকে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান প্রমুখ।

আগামী ৫ জুন চতুর্থ ধাপে সখীপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজনসহ ছয়জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।