রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন হলের প্রাধ্যক্ষের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান আজ বুধবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগ করা হল প্রাধ্যক্ষেরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইখুল ইসলাম (মামুন জিয়াদ), শহীদ হবিবুর রহমান হলের শরিফুল ইসলাম ও মাদার বখশ হলের মো. রুকনুজ্জামান।
এ ছাড়া পদত্যাগ করা আবাসিক শিক্ষকরা হলেন শহিদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক আশিক শাহরিয়ার, সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান, সহকারী অধ্যাপক আরমান হোসেন এবং মাদার বখশ হলের সালেহ মোহাম্মদ তোহা।
রেজিস্ট্রার তারিকুল হাসান বলেন, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে অনেকেই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, প্রক্টর আসাবুল হকসহ বর্তমান প্রশাসনের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রেজিস্ট্রার তারিকুল হাসান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বর্তমান প্রশাসনের মোট ৩৮ জন ব্যক্তি পদত্যাগ করলেন।
দুটি হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মতিহার হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে মতিহার হলে তল্লাশি শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হল প্রশাসন, আবাসিক শিক্ষার্থী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যেরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছেন।
সরেজমিন ও হল প্রশাসন সূত্রে জানা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের ২৫টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় রড, চাকু, বিদেশি মদের খালি বোতলসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া মতিহার হলের অন্তত ৩০টি কক্ষে তল্লাশি চালানো হয়েছে। এ সময় রড, রামদা, স্ট্যাম্প, বিদেশি মদের বোতলসহ দেশি অস্ত্র পাওয়া গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে অস্ত্রমুক্ত করতে গতকাল সবাইকে নিয়ে অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হলেও তল্লাশি চালানো হবে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, ‘হল ছাত্রলীগের ২৫টি কক্ষে তল্লাশি চালানো হয়েছে। এতে বিদেশি মদের বোতল, দেশি অস্ত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এখন থেকে কোনো অনাবাসিক ও অছাত্র হলে থাকতে পারবেন না।’
মতিহার হলের প্রাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, হলে ছাত্রলীগের অন্তত ৩০টি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র পাওয়া গেছে। সেগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।