ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

ফেনী জেলার মানচিত্র

ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার সকালে বাঁধের দুই স্থানে ভাঙনে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রামে পানি ঢুকে পড়ে। এতে গ্রামীণ সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের পাহাড়ি এলাকার উজানের পানিতে মুহুরী নদীর পানিপ্রবাহ গতকাল রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে। আজ সকালে নদীর পানি বিপৎসীমার প্রায় ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে উজানের পানির চাপে বাঁধের দুটি স্থান ভেঙে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়। এর আগে গত ২০ জুন মুহুরী নদীর বেড়িবাঁধের চারটি স্থানে ভাঙনের ফলে ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছিল।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উজানের পানির চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। পাহাড়ে আর বৃষ্টি না হলে পানির প্রবাহ আরও কমে যাবে।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী আবদুল মুনাফ জানান, গতকাল রাতে বেড়িবাঁধের ওপর দিয়ে বাজারে পানি ঢুকে দোকানপাটের মালামালের ক্ষয়ক্ষতি হয়।

ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ মেরামত করা জরুরি। না হলে এলাকার কৃষকদের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।