ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেলে
ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

বুধবার বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পর থেকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

শশীদল রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আজ বেলা ৩টা ১২ মিনিটে শশীদল স্টেশনে যাত্রাবিরতি দেয়। তিন মিনিট পর স্টেশনমাস্টার ট্রেনটি ছাড়ার জন্য চালককে ছাড়পত্র দেন।

চালক ট্রেন নিয়ে মেইন লাইনে ওঠার সময় ইঞ্জিনের সামনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রেনের চালক জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘পয়েন্ট না মিলিয়ে আমাকে ট্রেন ছেড়ে যাওয়ার জন্য লিখিত ছাড়পত্র দেন স্টেশনমাস্টার। আমি ট্রেন ছেড়ে পয়েন্টে গিয়ে দেখতে পাই, পয়েন্ট মেলানো হয়নি। এ সময় ব্রেক চেপে ট্রেন থামানোর চেষ্টা করি। এরপরও ইঞ্জিনের সামনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে।’

সন্ধ্যায় শশীদল স্টেশনের মাস্টার মজিবুর রহমান বলেন, স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ছিল। লাইনের একটি পয়েন্ট ভুল করে মেলানো হয়নি। এ কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসেছে। উদ্ধারকাজ চলছে। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।