আলীকদমের মারাইংতং পাহাড়ের চূড়ায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের আলীকদমের মরাইংতং পাহাড় চূড়াফাইল ছবি

বান্দরবানের আলীকদম উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ মারাইংতং পাহাড়ের চূড়ায় গতকাল শুক্রবার বেড়াতে এসে এক মেডিকেল ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম ইফতেখারুল আহমেদ আবিদ। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, মেডিকেল কলেজের ১২ জন শিক্ষার্থী শুক্রবার দুপুরে আলীকদমের মারাইতং পাহাড়ে বেড়াতে যান। পাহাড়, নদী অববাহিকা ও দূরের সমুদ্রের বেলাভূমি দেখার মনোরম স্থান মারাইংতং পাহাড়ের চূড়ায় রাতযাপনের জন্য তাঁরা তাঁবু খাটান। রাত দেড়টার দিকে হঠাৎ ইফতেখার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে পাশের লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হাসপাতালে নেওয়া হয়।

লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সলোমন আহম্মদ জানিয়েছেন, মৃত অবস্থায় ইফতেখার আহমেদকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা অন্য কোনো অস্বাভাবিক অবস্থা পাওয়া যায়নি। সম্ভবত হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ইফতেখার আহমেদ আবিদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ২০ বছর।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার তবিদুর রহমান জানান, মৃত ইফতেখার আহমেদ মা-বাবার একমাত্র সন্তান। তিনি ধূমপান পর্যন্ত করতেন না। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ লামা হাসপাতালে রাখা হয়েছে। তাঁর মা-বাবা লাশ নেওয়ার জন্য আসছেন। তাঁরা পৌঁছালে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।