খালিয়াজুরীতে হাওরের পানি থেকে শিশুর গলিত লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরীতে একটি হাওর থেকে অজ্ঞাতনামা এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খালিয়াজুরী সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার সামনের হাওর থেকে লাশটি উদ্ধার করে খালিয়াজুরী থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। পুলিশের ধারণা, ছেলে শিশুর লাশটি এক সপ্তাহ আগের হবে। শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, খালিয়াজুরী সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার সামনের হাওর থেকে পানিতে ভাসমান অবস্থায় থাকা গলিত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হতে পারে। কারণ, শাল্লার দাঁড়াইন নদের তীরে বাহাড়া সড়কে গত সোমবার সন্ধ্যার দিকে ঢলের পানিতে মায়ের সঙ্গে দুই শিশু নিখোঁজ হয়। ঘটনার পরদিন মা দুর্লভ রানী দাসের (৩০) লাশ ডুবুরিরা উদ্ধার করলেও দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস নিখোঁজ (৫) আছে। ওসি বলেন, ‘আমরা শাল্লা থানা-পুলিশকে খবর দিয়েছি। এ ছাড়া শাল্লার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতিন্দ্র দাসকেও খবর দেওয়া হয়েছে।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন