আওয়ামী লীগ এলে আগে বিচার হবে, তারপর রাজনীতি: জামায়াতের নায়েবে আমীর
আওয়ামী লীগ এলে আগে তাদের বিচার হবে, তারপর রাজনীতি করতে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান।
আজ শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয় চত্বরে দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, বিচার হওয়ার আগে কোনো কাজই তাদের করতে দেওয়ার সুযোগ আছে বলে দেশের জনগণ মনে করে না।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দিয়ে মুজিবুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে, নারী-পুরুষের ওপর গায়েবি মামলাসহ অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিচার চাই। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যা করেছে, সেগুলোরও আমরা বিচার চাই। অতএব, অত্যাচার ও নির্যাতনের বিচার হবে, এরপর পুনর্বাসন।’
চুয়াডাঙ্গা জেলা আমীর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নায়েবে আমীর বলেন, ‘প্রশাসনসহ সবখানে ভালো লোকদের পুনর্বাসিত করতে হবে। সময় যতটুকু লাগে সংস্কারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু সময় দেওয়া দরকার। কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে, কেউ নিজেরাই বিভিন্নভাবে ক্ষমতায় থেকে গেছে। অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। প্রয়োজনীয় সংস্কার করে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে। রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, অঞ্চল টিম সদস্য আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমীর আবুল হাসেম, মেহেরপুর জেলা আমীর তাজউদ্দীন খান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম ১৫১টি আসনে জয়লাভের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সদস্য সংগ্রহসহ দলের নীতি-আদর্শ অনুসরণে রুকনদের প্রতি আহ্বান জানান।
ছাত্র-জনতার লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের শারীরিক সুস্থতা কামনা করে মুজিবুর রহমান বলেন, ‘আমরা সরাসরি বলতে চাই, যারা অন্যায় করবে, জুলুম করবে। তাদের বিচার হবেই হবে। জালিম যারাই হোক, যত বড়ই হোক, যত পৃষ্ঠপোষকতা তাদের পেছনে থাক না কেন, পরাজিত হতেই হবে। মজলুমরা বিজয়ী হবেই হবে, এই বাংলায়। সেই বিজয় আমরা দেখতে পেলাম গত ৫ আগস্ট।’
সাংবাদিকদের উদ্দেশে মুজিবুর রহমান বলেন, ‘অনেক সময় ভয়ের কারণে, বিভিন্ন ধরনের প্রেশারের কারণে সৎকথা, হক কথা বলতে পারেন নাই। ৫ আগস্টের পর আপনাদের কলম হকের পথে চালানো উচিত। মানুষ যা বলে, মানুষ যা চিন্তা করে, সেটাকেই প্রাধান্য দিতে হবে। আগামী দিনে কোরআন–সুন্নাহর আলোকে টেলিভিশন চলবে, আপনাদের পত্রপত্রিকা চলবে, সামাজিক মিডিয়া চলবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ।’