মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দমিছিল
মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার খবরে জেলা শহরে আনন্দমিছিল করেছেন বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যরা সবাই সদস্য। তাঁরা হলেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নুরতাজ আলম, সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন। সদ্য বিলুপ্ত হওয়া জেলা বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন এস এ জিন্নাহ কবির। এ ছাড়া আগের কমিটিতে আজাদ হোসেন খান সহসভাপতি, আতাউর রহমান জ্যেষ্ঠ সহসভাপতি, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদিন কায়সার সাংগঠনিক সম্পাদক এবং সত্যেন কান্ত পণ্ডিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এর পর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক ও এস এ জিন্নাহ কবিরকে সদস্যসচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্বাচিত হয়। এতে আফরোজা খান বিপুল ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এ জিন্নাহ কবির।
এ দিকে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে জেলা শহরে তাৎক্ষণিক আনন্দমিছিল করেছেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দমিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা প্রথম আলোকে বলেন, ‘আমাদের নতুন কমিটি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। দ্রুতই আহ্বায়ক কমিটির সভা ডেকে পরের কার্যক্রম গ্রহণ করা হবে। দলের সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করব।’