এক শ্রেণির মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না: জি এম কাদের

রংপুরে দলের কর্মিসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার সন্ধ্যায় রংপুর নগরের দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এক শ্রেণির মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না। বিদেশে পাঠাচ্ছে। বিদেশ থেকে আমাদের বলতেছে, আপনাদের দেশে নাকি টাকা রাখায় জায়গা নেই, তাই বিদেশে পাচার করে রাখছে।’

আজ শনিবার সন্ধ্যায় রংপুর নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।

সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, দেশে ভয়ের রাজনীতি শুরু করা হয়েছে। মানুষ কথা বলতে ভয় পায়। চলতে-ফিরতে ও কাজ করতে ভয় পায়। কোনোখানেই স্বাধীনতা নেই। এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরাই ক্ষমতায় থাকবেন। এ জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে দলীয়করণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের লোকজন (সরকারি) দলের পক্ষে কাজ করছে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমরা কারও দিকে তাকিয়ে থাকব না। আমরা আমাদের রাজনীতি করব। সাংগঠনিকভাবে দলকে গুছিয়ে নিয়ে আমাদের মতো করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দলকে নতুন করে শক্তি অর্জন করতে হবে।’

দেশের চিকিৎসাসেবা নিয়ে হতাশা ব্যক্ত করে জি এম কাদের বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নেই। শুধু বড় বড় বিল্ডিং হচ্ছে। কিন্তু চিকিৎসাসেবা ঠিকমতো হচ্ছে না। রংপুরের মতো বিভাগীয় শহরে ভালো ডাক্তার নেই। চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়। একজন কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ কীভাবে ঢাকায় যাবে চিকিৎসা করাতে?

দেশের বায়ুদূষণ নিয়ে জি এম কাদের বলেন, ‘বায়ুদূষণে বাংলাদেশ চ্যাম্পিয়ন, বায়ুদূষণে ফুসফুসে রোগের হার বাড়ছে। এ রকম ঝুঁকিতে আমরা বসবাস করছি। আমারই একটু পরপর কাশি হচ্ছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, কোনো কিছু ধরা পড়ে নাই। ডাক্তার বলছে, কোনো ভাইরাস হতে পারে।’

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।