জাহাঙ্গীরের অনিয়মের অভিযোগের তদন্তে নগর ভবনে কমিটি

জাহাঙ্গীর আলম
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নানা অনিয়মের ঘটনা তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটি আজ শনিবার গাজীপুর নগর ভবনে বিভিন্ন নথিপত্র যাচাই, তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। পরে তাঁরা বিভিন্ন নথিপত্রের অনুলিপি সংগ্রহ করে নিয়ে যান।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গত বছরের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মোস্তাকীম বিল্লাহ ফারুকী, সদস্য যুগ্ম সচিব অনুপম বড়ুয়া ও উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

ওই কমিটি গত ১০ জানুয়ারি থেকে সাত মাস ধরে এ তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে কমিটির সদস্যরা গাজীপুরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেছেন, তথ্যপ্রমাণ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করেছেন। এ ছাড়া তদন্ত কমিটি একবার সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের শুনানি গ্রহণ করেছেন।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় নগর ভবনে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মোস্তাকীম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের জানান, কমিটির সদস্যরা নথিপত্র পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করেছেন। এ সময় তাঁদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ‘আমরা চেষ্টা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। এ জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। ইতিমধ্যে একবার জাহাঙ্গীর আলমের শুনানি গ্রহণ করা হয়েছে। তিনি লিখিতভাবে জবাব দিয়েছেন। আমরা সেটি যাচাই করছি। প্রয়োজন হলে আবারও তাঁর বক্তব্য নেওয়া হবে।’

শনিবার সিটি করপোরেশনের যেসব কর্মকর্তার সঙ্গে তদন্ত কমিটি কথা বলেছে তাঁদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশনের সচিব মো. আবদুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন, প্রকল্প পরিচালক মজিবুর রহমান কাজল, হিসাবরক্ষক গোলাম কিবরিয়া, কয়েকজন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী।

জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে গেল বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় গত বছরের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ। একই বছরের ২৫ নভেম্বর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।