তাহিরপুরে হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে হাওর থেকে তাদের লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো চতুর্ভুজ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক হোসেন (৫), মনসুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চতুর্ভুজ গ্রামটি এলাকার মাটিয়ান হাওরের পাড়ে অবস্থিত। বাড়িঘরের চারপাশে এখন বন্যার পানি। রোববার দুপুরে বাড়ি আঙিনায় খেলছিল মোবারক ও তোফাজ্জল। একপর্যায়ে পরিবারের লোকজন তাদের উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা তিনটার দিকে বাড়ির পাশে হাওরের পানিতে প্রথমে তোফাজ্জল হোসেনের লাশ ভেসে ওঠে। এরপর হাওরে মোবারকের খোঁজে নামেন লোকজন। ঘণ্টাখানেক পর তার লাশও পাওয়া যায়।

গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুল আলম জানান, শিশুরা খেলার ছলে হয়তো পানিতে নেমে ডুবে গেছে। দুই শিশুর এমন মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ ওই গ্রামে গিয়ে শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।