শৈলকুপায় বিএনপির কার্যালয়, সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠান-বাড়িতে হামলা

ঝিনাইদহের শৈলকুপায় সন্ধ্যায় বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫-৩০ জনের একটি দল শহরের কবিরপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতেও হামলা চালিয়েছে। বাড়িতে ইটপাটকেল ছোড়ে তারা।

শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে আচমকা বিএনপির বন্ধ অফিসে হামলা করেন। অফিসের ভেতরে থাকা সব চেয়ার-টেবিল ভেঙে তছনছ করেন। ছিঁড়ে ফেলা হয় অফিসে থাকা ব্যানারগুলো। তিনি আরও জানান, দলীয় কার্যালয় ভাঙচুরের পরপরই হামলাকারীরা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেন। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে আচমকা বিএনপির বন্ধ অফিসে হামলা করেন বলে অভিযোগ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় লোকজন জানান, হামলাকারীরা ভাঙচুর শেষে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

ভাংচুর করা চেয়ার-টেবিল, ছিড়ে ফেলা ব্যানার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে
প্রথম আলো

এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এটা তাঁদের জানা নেই। তবে হামলা ও ভাঙচুর হয়েছে, এমন কথা তিনি শুনেছেন।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুজ্জামান জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।