সড়কের ধারে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ, পাশে মোটরসাইকেল
সিলেটের গোলাপগঞ্জে সড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে লাশটি উদ্ধার করে। লাশের পাশ থেকে মোটরসাইকেলও পাওয়া গেছে।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ভারী কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে।
মাথা থেঁতলানো থাকায় তাঁর চেহারা বোঝা যাচ্ছে না। তবে পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম নাজিম উদ্দিন (৫২)। বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মামুরাখানি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়কের পাশে এক ব্যক্তির থেঁতলানো মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে। তবে তিনি কীভাবে মারা গেছেন, কিংবা কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে, সেটি কেউ দেখেননি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভারী কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন। মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। হয়তো মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েছিলেন। এ জন্য মোটরসাইকেলটি অক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।