রাজবাড়ীতে নিখোঁজের পরদিন পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ
রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজ ছিল আড়াই বছরের শিশু আবদুর রহমান মণ্ডল। আজ শুক্রবার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির কাছে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। সে স্থানীয় মহাদেবপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।
প্রতিবেশী রাজা আহমেদ জানান, মালয়েশিয়াপ্রবাসী বিপ্লব মণ্ডলের বাড়ির কাছেই পদ্মা নদী। তাঁর দুই ছেলে। বড় ছেলে সিমরান মণ্ডলের বয়স ১০ বছর। ছোট ছেলে আবদুর রহমানের বয়স আড়াই বছর। গতকাল বিকেল চারটার দিকে সিমরান পদ্মা নদীতে গোসল করতে যায়। বড় ভাইয়ের পেছন–পেছন নদীর পাড়ে যায় আবদুর রহমান। এলাকার কয়েকজন তখন সিমরানের পেছনে আবদুর রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন, বড় ভাই সামনেই তো আছে। তবে আবদুর রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি বড় ভাই সিমরান।
সিমরান গোসল করে বাড়িতে ফিরে এলেও আবদুর রহমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে আবদুর রহমানকে যাঁরা নদীর দিকে যেতে দেখেছেন, তাঁরা বিষয়টি জানালে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আবদুর রহমানকে পাওয়া যায়নি। আজ সকাল ছয়টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর জেলেদের সহযোগিতায় মরদেহটি পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে বেলা ১১টার দিকে নিজেই ঘটনাস্থলে যাই। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আমাদের কোনো সন্দেহের কারণ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়।’