নোয়াখালীতে শিশুকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (৯) ধর্ষণের অভিযোগে মো. মিজানুর রহমান (২৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শিশুটির মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মিজানুরের বাড়ি কবিরহাট উপজেলায়। তাঁকে আজ বুধবার সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। ১৭ আগস্ট শিশুটি তাদের বসতঘর–সংলগ্ন একটি ঘরে প্রাইভেট পড়তে যায়। কাছেই থাকেন মাদ্রাসাশিক্ষক মিজানুর। ওই সময় শিশুটিকে তার মা ফোন করেছে বলে নিজের ঘরে ডাকেন মিজানুর। ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটি তার নানিকে বিষয়টি জানায়। এর আগেও একাধিকবার তার সঙ্গে এমন করা হয়েছে বলে নানিকে জানায় শিশুটি। ঘটনাটি কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার ভয়ও দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান ওই শিশুকে আগেও একাধিকবার ধর্ষণ করেছেন। সর্বশেষ ১৭ আগস্ট মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলার জন্য ডেকে নিজের কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা গতকাল সন্ধ্যায় মামলা করেন। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।