রোয়াংছড়িতে গুলিবিদ্ধ তিন তরুণের লাশের পরিচয় পাওয়া গেছে  

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম রৌনিনপাড়া এলাকা থেকে গতকাল রোববার উদ্ধার করা গুলিবিদ্ধ তিন তরুণের লাশের পরিচয় পাওয়া গেছে। পুলিশ বলেছে, তিনজনই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য। আত্মীয়স্বজন কেউ না আসায় লাশ ময়নাতদন্তের পর পৌরসভার মাধ্যমে লাইমিপাড়া খ্রিষ্টান কবরস্থানে নিয়ে ধর্মীয় মতে সমাধিস্থ করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম রৌনিনপাড়া এলাকা থেকে পুলিশ গতকাল সন্ধ্যায় লাশ তিনটি রোয়াংছড়ি থানায় নিয়ে আসে। সেখান থেকে রাতে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সোমবার ময়নাতদন্তের পর দুপুরে বান্দরবান পৌরসভা ও বম সমাজের ধর্মীয় যাজকেরা লাশগুলো সমাধিস্থ করেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানিয়েছেন, লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভানমুন বমের ছেলে এডিথাং বম (২৪), সিয়ামকুয়াল বমের ছেলে রুয়ালসাং নুয়াম বম (২৩) ও জিরতন বমের ছেলে রুয়ালমিন লিয়ান বম (২০)। তাঁরা তিনজনই কেএনএফের সদস্য ও রোয়াংছড়ি সদর ইউনিয়নের রৌনিনপাড়ার বাসিন্দা। আত্মীয়স্বজনকে সংবাদ দেওয়ার পরও লাশ নেওয়ার জন্য কেউ আসেনি। এ জন্য লাশগুলো খ্রিষ্টান যাজকদের উপস্থিতিতে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম বলেছেন, তিনজনের লাশ জেলা শহরতলির লাইমিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে খ্রিষ্টীয় ধর্মমতে পাড়ার কবরস্থানে সমাধিস্থ করা হয়।

বম জনগোষ্ঠীর নেতারা রৌনিনপাড়ার গুলিবিদ্ধ তিন তরুণের লাশ উদ্ধারের ব্যাপারে কোনো কিছু বলতে চাননি। দুর্গম রৌনিনপাড়া থেকে জেলা শহরে এসে লাশ নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য আত্মীয়স্বজনের নেই। পাড়াবাসীও পরিস্থিতির কারণে গা ঢাকা দিয়ে রয়েছেন।

বান্দরবানে বম অধ্যুষিত দুর্গমে নতুন সশস্ত্র সংগঠন কেএনএফ ২০২২ সাল থেকে তৎপরতা শুরু করে। শুরুতে তাদের বিরুদ্ধে সমতলের জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। সর্বশেষ গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটায়। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপক অপহরণ ও পাহারায় থাকা পুলিশ-আনসারের ৪১৫টি গুলিসহ ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করছে। অভিযানে গতকালের তিনজনসহ এই পর্যন্ত সাতজন কেএনএফ সদস্য নিহত ও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জন নারীসহ ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।