নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

নাটোর সদর উপজেলার ঘোড়াগাছা চৌমহনী মোড়ে আজ সোমবার ভোরে দুর্বৃত্তরা আওয়ামী লীগের নির্বাচনী একটি ক্যাম্পে আগুন দিয়েছে
ছবি: প্রথম আলো

নাটোর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ওরফে শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার ছাতনী ইউনিয়নের ঘোড়াগাছা চৌমহনী মোড়ে এ ঘটনা ঘটে।

সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াগাছা চৌমহনী বাজার মোড়ে শামিয়ানা দিয়ে তৈরি নৌকা প্রতীকের প্রার্থীর একটি ক্যাম্প ছিল। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত নৌকার কর্মীরা সেখানে নির্বাচনী কাজ করে বাড়িতে যান। ভোর পাঁচটার দিকে পথচারীরা ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। বাজারের নৈশপ্রহরী ঘটনাটি নৌকার কর্মীদের জানালে তাঁরা এসে আগুন নেভান। ততক্ষণে ক্যাম্পের চারপাশ পুড়ে যায়। আগুনে ক্যাম্পে থাকা প্লাস্টিকের কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘোড়াগাছা মহল্লা আওয়ামী লীগের সভাপতি সালামত মিজি আজ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রথম আলাকে বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত ছিলাম। ভোরে ফজরের আজানের কিছু আগে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের ক্যাম্পের চারপাশ জ্বালিয়ে দিয়েছে। শুধু ছাউনি অক্ষত আছে।’

নৈশপ্রহরী মোসলেম উদ্দিন বলেন, তিনি বাজারের অন্য প্রান্তে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এবং পথচারীদের সঙ্গে নিয়ে আগুন নেভান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।