বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল আজিজ ওরফে ঝন্টু (২৫) নামের এক তরুণকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
আবদুল আজিজ একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি শহরের বকশিবাজারে বাবার তরকারির দোকানে মাঝেমধ্যে বসতেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর সাতেক আগে একই এলাকার মুদিদোকানি শাহীন খুন হন। তিনি আজিজের চাচা। ওই হত্যা মামলায় আসামি ছিলেন আজিজ। কিছুদিন আগে একটি মারামারির মামলায় তিনি কারাগারে ছিলেন। তাঁর সঙ্গে বিরোধ ছিল স্থানীয় একটি পক্ষের।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পূর্বশত্রুতার জেরে একই এলাকার কয়েকজনের সঙ্গে আজিজের বিরোধ চলে আসছে। আজ সকাল নয়টার দিকে বাড়ির অদূরে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার আদর আলীর ছেলে আয়নাকে (৩০) আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।